ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নাশকতার দুই মামলা

আব্বাসের আগাম জামিনের আবেদন খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, মে ২৫, ২০১৫
আব্বাসের আগাম জামিনের আবেদন খারিজ

ঢাকা: নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার আহবায়ক মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় একক বেঞ্চ।

বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ সোমবার (২৫ মে) এ আদেশ দেন।

এর আগে রোববার (২৪ মে) আবেদনের শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ শুনানি করেন।

নাশকতার দুই মামলায় আগাম জামিনের আবেদন জানালে গত ১৫ এপ্রিল মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় দেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী দু’টি মামলায় আব্বাসের তিন সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। অপরদিকে কনিষ্ঠ বিচারক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে দ্রুত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এরপর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে পাঠান।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ২৫, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।