ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডিমলা উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৮, মে ৫, ২০১৫
ডিমলা উপজেলা জামায়াতের আমির গ্রেফতার ছবি: প্রতীকী

নীলফামারী: নাশকতার মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতের আমির আব্দুস সাত্তারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জামায়াত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।



আব্দুস সাত্তার ডিমলা নিজপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, আব্দুস সাত্তারের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।