ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পিন্টুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় বগুড়া জেলা বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মে ৪, ২০১৫
পিন্টুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় বগুড়া জেলা বিএনপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু

বগুড়া: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর (৪৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছে বগুড়া জেলা বিএনপি।

সোমবার (০৪ মে) সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির পক্ষে সহ-সভাপতি অ্যাডভোকেট রাফী পান্না এ সংশ্লিষ্ট একটি বিবৃতি দেন।



রাফী পান্না জানান, পিন্টুর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়েছে। যা গভীর ষড়যন্ত্রের একটি অংশ। যাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বললেও ভুল হবে না।

রাফী পান্না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিনের বরাত দিয়ে বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।

অতি দ্রুত দেশবাসী গুম, হত্যাসহ এ ধরনের মৃত্যুর কারণ জানতে চাইবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ঐক্যবদ্ধ হবে বলেও দাবি করেন জেলা বিএনপির গুরুত্বপূর্ণ এ নেতা।   

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ০৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।