ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নতুন নির্বাচনের দাবি মির্জা ‍আব্বাসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, মে ৪, ২০১৫
নতুন নির্বাচনের দাবি মির্জা ‍আব্বাসের মির্জা আব্বাস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে নতুন নির্বাচন দিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়েছেন মির্জা আব্বাস।

সোমবার (০৪ মে) এক চিঠিতে সিইসি কাজী রকিবউদ্দিন আহমদের কাছে তিনি এ দাবি জানান।



মির্জা আব্বাস স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ২৮ এপ্রিলের সিটি নির্বাচন প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য।

ওই দিন (নির্বাচনের দিন) ইলিশ মাছ প্রতীক নিয়ে মেয়রপ্রার্থী সাঈদ খোকন ও তার কর্মী-সমর্থকরা বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের (মগ প্রতীকের) এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২৮ এপ্রিলের নির্বাচনে জাল ভোট দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে মির্জা আব্বাস বলেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। এ জন্য তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নির্বাচনে অনিয়মের খবরের উদ্বৃত্তি দিয়েছেন।

এর আগে উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত আরেক প্রার্থী তাবিথ আউয়ালও নতুন নির্বাচনের দাবি জানান। সেই সঙ্গে তিনি গেজেট প্রকাশ না করতেও বলেছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।