ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দেলদুয়ারে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, মে ৪, ২০১৫
দেলদুয়ারে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নবীন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সকাল থেকে বিভিন্ন এলাকার এমপি খন্দকার আব্দুল বাতেন সমর্থিত নেতাকর্মীরা আসতে শুরু করে। এদিকে পূর্বের উপজেলা আওয়ামী লীগ কমিটির সভাপতি খন্দকার ফজলুল হক ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকের অনুসারীরাও সমাবেশে আসতে থাকে।

এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান মেনুর বক্তব্যের পর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার ফজলুল হক সমাবেশ স্থগিত ঘোষণা করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ নেতাকর্মী আহত হন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।