ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পিন্টুর মরদেহে শ্রদ্ধা জানাবেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৯, মে ৪, ২০১৫
পিন্টুর মরদেহে শ্রদ্ধা জানাবেন খালেদা ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতা নাসির‍উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে শ্রদ্ধা জানাতে সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ সংবাদ জানিয়েছেন।



সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জানাজা অনুষ্ঠিত হবে বলে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে  পিন্টু মৃত্যুবরণ করেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমএম/জেডএফ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।