ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

অনিয়ম করলে ৪৪ কেন, শতভাগই করতাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, মে ৩, ২০১৫
অনিয়ম করলে ৪৪ কেন, শতভাগই করতাম ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অনিয়ম করে ৪৪ ভাগে কেন সিল মারবো, মারলে শতভাগেই সিল মারতাম।

রোববার ( ৩ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সদ্য সমাপ্ত সিটি করপোরেশনের অনিয়মের অভিযোগের বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।


 
বঙ্গবন্ধু জয় বাংলালীগ আয়োজিত বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ৪৪ ভাগ ভোট পড়েছে। এরপরও তারা বলছে অনিয়ম হয়েছে। সিল মারলেতো ৪৪ ভাগ কেন শতভাগেই মারতাম।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলের কথা উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, জিয়াউর রহমানের আমলে ৯৯ ভাগ ভোট পড়েছিল‍।

বিদেশিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতিসংঘসহ বিদেশিরা নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্ত চায় সরকারের কাছে।

আমরা কেন জবাব দেব, তদন্ত করবো। এর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)। ইসি জবাব দিবেন, তদন্ত করবে। সরকারও তদন্ত চায়। যে সাহেবরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন তারা তো ১০০ দিনে যে মিনি গণহত্যা হয়েছে তার তো হিসাব চায় না। তা নিয়ে তো কিছু বলে না।

বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পর্কে মন্ত্রী বলেন, এ হত্যার বিচার হয়নি। কেবল যারা গুলি চালিয়েছিল তাদের বিচার হয়েছে।

কিন্তু কারা করিয়েছে তাদের তো বিচার হয়নি। তারা বেঁচে যাবে তাতো হতে পারে না। ওই দিন কাদের এম্বেসি সারারাত খোলা ছিল। এটা সবাই জানে। বঙ্গবন্ধুকে হত্যার খবর তাদের দেশে পাঠিয়ে তারা ঘুমাতে গিয়েছিলেন। তবে এটা আমার কথা নয়। মামলায় দেয়া সাক্ষীদের কথা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো.কায়সার ই আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ০৩,২০১৫
ইএস/এমএইচপি/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।