নারায়ণগঞ্জ : আগামী অর্থ বছরের মধ্যে বন্দর উপজেলার সব রাস্তাঘাটের উন্নয়ন কাজ শেষ করাসহ নারায়ণগঞ্জকে দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
রোববার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর উপজেলায় ৬টি রাস্তার সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠান ও এলাকাবাসীর সঙ্গে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
এ সময় সেলিম ওসমান বলেন, আগামী অর্থ বছরের মধ্যে বন্দর উপজেলার সবক’টি রাস্তার উন্নয়ন কাজ শেষ করতে চাই। আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন তাহলে এ বন্দর হবে দেশের অন্যতম একটি শিল্পনগরী।
বন্দরবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বন্দর এলাকায় কোনো মানুষ দরিদ্র থাকলে চলবে না। সবাইকে স্বচ্ছল হতে হবে। আর দারিদ্র দূর করতে হলে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বেকার না বসে থেকে কাজের ব্যবস্থা করো। আমি সবাইকে চাকরি দিতে পারবো না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে সঠিক পথ দেখাতে পারবো। যারা গার্মেন্টস শিল্পে কাজ করতে ইচ্ছুক তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এডিবি’র পক্ষ থেকে একটি অর্থায়ন রয়েছে। যেখানে বিকেএমইএ’র মাধ্যমে সম্পূর্ণ বিনামূলে নিট সেক্টরে প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। সেখানে নিট সেক্টরের সর্বোচ্চ পদ থেকে সিকিউরিটি গার্ড পদের জন্যও প্রশিক্ষণের সুযোগ রয়েছে। তোমরা এ প্রশিক্ষণ কোর্সে অংশ নাও।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, শহর যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছান উদ্দিন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৬৪৯ ঘণ্টা, মে ০৩, ২০১৫
আরএম/