ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন

খালেদাকে ধিক্কার জানাতে লাখো মানুষের ঢল নেমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, ফেব্রুয়ারি ৮, ২০১৫
খালেদাকে ধিক্কার জানাতে লাখো মানুষের ঢল নেমেছে ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধিক্কার ও ঘৃণা জানানোর জন্য রাজপথে লাখো মানুষের ঢল নেমেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায়  গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ১৪ দলের ‘শান্তির স্বপক্ষে মানববন্ধন’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।



হরতাল-অবরোধের নামে দেশ জুড়ে ২০ দলীয় জোটের সহিংসতার প্রতিবাদে ‘শান্তির স্বপক্ষে মানববন্ধন’ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।   ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এ মানববন্ধনে ১৩টি স্পটে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। মানববন্ধনটি বিকাল ৩টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলে।

কামরুল ইসলাম বলেন, বাংলার মানুষ খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রাজপথে নেমে এসেছে। আশা করবো আজ থেকে খালেদা জিয়া সন্ত্রাস ও ধবংসের পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসবেন।

সহিংসতার বিরুদ্ধে রাজপথে লাখো মানুষের ঢল দেখে খালেদা জিয়ার পশুত্ব মরে গিয়ে মনুষ্যত্ব ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলার মানুষের শক্তির কাছে সন্ত্রাস কোনোদিন জয়ী হতে পারেনি, আর পারবেও না।  

মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়াকে দেশনেত্রী বললেও বাংলার জনগণ এখন তাকে পেট্রোল বোমা নেত্রী বা বোমারু নেত্রী বলেই চেনে।  

এসময় তিনি খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে চলমান হরতাল–অবরোধ প্রত্যাহার করা না হলে বাংলার জনগণ আপনাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। তাই সন্ত্রাসের পথ পরিহার করে গণতান্ত্রিক পথে ফিরে আসুন।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, মির্জা আজম এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

** সরকারকে পতনের পদধ্বনি শুনতে বলছে বিএনপি

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ