ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

গৌরনদীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, ফেব্রুয়ারি ৮, ২০১৫
গৌরনদীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাটাজোর থেকে তাকে গ্রেফতার করা হয়।



গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্ল্যাহ বাংলানিউজকে জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠিতে শনিবার ভোরে ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় অবরোধকারীরা। এতে তিনজন দগ্ধ হয়ে মারা যান।

ওই দিনই গৌরনদী থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাটাজোর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন বাবুলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শনিবার দিন থেকে গভীররাত পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত নেতা মো. বাদশা বালী, বিএনপি নেতা কালু সরদার, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, তুহিন আকন, ব্যবসায়ী তোতা মিয়া ও ছাত্রলীগ কর্মী মিলন বয়াতীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ