ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

ফের ৪ দিনের রিমান্ডে শমসের মবিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ফের ৪ দিনের রিমান্ডে শমসের মবিন শমসের মবিন চৌধুরী

ঢাকা: রাজধানীর চকবাজার থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাধা প্রদানের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড আবেদনের শুনানি শেষে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।



এর আগে শমসের মবিন চৌধুরীকে দুপুর দেড়টর দিকে দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান চকবাজার থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস।

আদালতের নির্দেশে শাহবাগ থানার একটি মামলায় এর আগেও ৫ দিনের রিমান্ডে ছিলেন শমসের মবিন চৌধুরী।

গত ৮ জানুয়ারি রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাত ১১টার দিকে তাকে তার বনানী ডিওএইচএস’র বাসা থেকে আটক করা হয়। এরপর রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরদিন ৯ জানুয়ারি আদালতে হাজির করা হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ