ঢাকা: যারা সহিংসতা করছে তাদের শাস্তি দিন। কিন্তু দয়া করে সাধারণ ছাত্রদের গুলি করে হত্যা করবেন না।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি এ অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতাকর্মীরা।
বিএফইউজের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, গণবিরোধী সম্প্রচার নীতিমালা বাতিল, সেন্সরশিপ প্রত্যাহারসহ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএফইউজের একাংশ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিনা বিচারে মানুষ হত্যা করছে। কিন্তু বিনা বিচারে কাউকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না।
সকলের অংশগ্রণের একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করে তিনি বলেন, যতক্ষণ পযর্ন্ত দেশ রক্ষা না হবে ততক্ষন পযর্ন্ত হরতাল-অবরোধ চলছে, চলবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই সিকদার বলেন, অবৈধ সরকার রাজপথ থেকে শুরু করে দেশের সবকটি শীর্ষস্থান দখল করে আছে। গুলি করে হত্যা বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দয়া করে এ নাটক বন্ধ করুন। অপরাধ করলে বিচার করুন। কিন্তু গুলি করে নিরীহ মানুষকে হত্যা করবেন না।
দেশের মানুষকে এক হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিডিয়ায় একতরফা সংবাদ প্রকাশের জন্য বাধ্য করা হচ্ছে। পত্র-পত্রিকায় চাপা দিয়ে দেওয়া হচ্ছে আসল সত্য। তারা বাংলাদেশ ধ্বংস করতে চায়। কিন্তু বাংলাদেশকে রক্ষা করতে হলে শহীদ নয় গাজী হতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শাষন শুরু হয়ে গেছে। তা না হলে গণমাধ্যমের বিরুদ্ধে এভাবে রুখে ধারাতেন না তারা (সরকার দল)। যখন স্বৈরাচারীরা নিজের পতন টের পায় তখনই তারা এ ধরনের আচরণ করে। আজ সেই আচরণই সরকারের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।
এসময় সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেফতার ও বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি ও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে এম এ আজিজ মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সভাপতি আব্দুস শহীদ, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, মীর আহমেদ মীরু বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫