ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

রংপুরে ইসলামী আন্দোলনের হরতাল বিরোধী মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, ফেব্রুয়ারি ৮, ২০১৫
রংপুরে ইসলামী আন্দোলনের হরতাল বিরোধী মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবিতে রংপুরে হরতাল-অবরোধ প্রতিরোধে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে। ২০ দলীয় জোট আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে। হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের পথে।
ইসলামে মানুষ হত্যা পাপ হলেও জামায়াত-শিবির একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে আসছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরীর সভাপতি মওলানা খায়রুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি মওলানা মোসলেম উদ্দিন জেহাদী, সহসভাপতি মাহাতাব উদ্দিন, শেখ মহসীন আলী, এটিএম গোলাম মোস্তফা, নগর সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকি, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ