ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধায় পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, ফেব্রুয়ারি ৮, ২০১৫
গাইবান্ধায় পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

গাইবান্ধা: গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

সহকারী উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।



রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান।

মামলায় বিএনপি-জামায়াতের সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধার তুলসীঘাট এলাকায় অর্ধশত যাত্রী নিয়ে ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজ নামে একটি বাসে  পেট্রোল বোমা হামলা চালায় অবরোধকারীরা।

এতে ঘটনাস্থলে চারজন ও পরে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরো দুইজন। দগ্ধ হয়েছেন ৩০ যাত্রী। এর মধ্যে ৭০ ভাগ দগ্ধ হওয়ায় অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ