সারিয়াকান্দি (বগুড়া): বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় মিনু মিয়া (২৪) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
রোবরার (৮ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সারিয়াকান্দি পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি এলাকার তিনমাথা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মিনু একই এলাকার মো. জহুরুল ইসলাম নেদোর ছেলে।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবু সাইয়িদ মো. ওয়াহেদুজ্জামান জানান, দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫