মৌলভীবাজার: মৌলভীবাজারে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের পুরাতন হাসপাতাল রোডে এ মিছিল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নেতাকর্মীরা প্রথমে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা ওই এলাকা থেকে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে আগুন নিভিয়ে ফেলে পুলিশ।
বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাম্মীর হাবিব রবিন, নরুল ইসলাম, সৈয়দ ময়নু,আব্দুল হান্নান, মো. শাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, হরতালের কারণে দূরপাল্লার কোনো যানবাহন মৌলভীবাজার থেকে ছেড়ে যেতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
এছাড়া শহরের জুগীঢহর ও চাঁদনীঘাট এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে ২০ দলের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে নাশকতা রোধে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫