ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

ফেনীতে বিএনপির ২৬ নেতার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ফেনীতে বিএনপির ২৬ নেতার বিরুদ্ধে মামলা

ফেনী: ফেনীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় বাচ্চু হওলাদার নামে কাভার্ডভ্যানের এক হেলপার দগ্ধ হওয়ার ঘটনায় ফেনী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
 
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহ আলম মিয়া বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।


 
মামলা আসামিদের মধ্যে অন্যতম হলো, ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজুলুর রহমান বকুল, জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কপিল উদ্দিন মামুন, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, কামরুল হাসান মাসুদ, ছাত্রদল সভাপতি নইমুল্লাহ চৌধুরী বরাত, বিদ্রোহী কমিটির সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ফেনী সদর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের লিংকন প্রমুখ।
 
এর আগে শুক্রবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় দুর্বৃত্তরা পেট্রলবোমায় ছুঁড়ে মারলে বাচ্চু হাওলাদার দগ্ধ হয়।
 
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার জিয়াউল হক তারিক খন্দকার বাংলা নিউজকে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
বাংলদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ