ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ১৪ দলের গায়েবানা জানাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, জানুয়ারি ৩০, ২০১৫
ময়মনসিংহে ১৪ দলের গায়েবানা জানাজা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: দেশজুড়ে সহিংসতা ও পেট্রোলবোমায় নিহতদের স্মরণে ময়মনসিংহে ১৪ দলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পর শহরের গাঙ্গিনারপার মসজিদের সামনের সড়কে এ গায়েবানা জানাজায় অনুষ্ঠিত হয়।



জানাজায় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল আলহাজ্ব মতিউর রহমান।

এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিল্কী, সাংগঠনিক সম্পাদক মোমতাজ উদ্দিন মন্তা,  দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন খানসহ ১৪ দলের দলের নেতা কর্মীরা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।