ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, জানুয়ারি ৩০, ২০১৫
রাজধানীতে বাসে আগুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তাঁতিবাজার এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন অবরোধ সমথর্করা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়িটিতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি বলেও জানান জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।