ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

গুলশান কার্যালয় ঘুরে গেলেন জাসাস নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জানুয়ারি ২৯, ২০১৫
গুলশান কার্যালয় ঘুরে গেলেন জাসাস নেতারা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘুরে গেলেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাড়ে সন্ধ্যা ৬ টায় জাসাস নেতা গাজী মাজহারুল আনোয়ার, আশরাফ উদ্দিন উজ্জ্বল, হেলাল খান, বেবী নাজনীন, বাবুল আহম্মেদ, রিজিয়া পারভীনসহ নয়জন সাংস্কৃতিক কর্মী গুলশান কর্যালয়ে প্রবেশ করেন।



প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে রাত ৮ টায় তারা গুলশান অফিস থেকে বেরিয়ে যান।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, জাসাস’র এই নেতারা ক‍ার্যালয়ে দেড় ঘণ্টা অবস্থান করলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। কার্যালয়ের নিচ তলার কনফারেন্স রুমে বসে তারা সময় কাটিয়েছেন।

‍বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।