ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

যশোরে রোববার থেকে ২৪ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জানুয়ারি ২৯, ২০১৫
যশোরে রোববার থেকে ২৪ ঘণ্টার হরতাল প্রতীকী

যশোর: যশোরে রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার(২৮ জানুয়ারি) দিনগত রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা, আসামি গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশি হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

       
           
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।