ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

স্বপন কুমারের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, জানুয়ারি ২৯, ২০১৫
স্বপন কুমারের মৃত্যুতে জাতীয় পার্টির শোক শ্রী স্বপন কুমার আইচ সরকার

ঢাকা: শ্রী স্বপন কুমার আইচ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাফর)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক বাণী জানানো হয়।



বিজ্ঞপ্তিতে দলের পক্ষে কাজী জাফর আহমদ ও মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেন, ষাটের দশকের ছাত্র আন্দোলনের প্রখ্যাত ছাত্রনেতা, ত‍ৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয় পার্টির নেতা শ্রী স্বপনকুমার আইচ সরকারের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে তিনি আজীবন এক মহান সংগ্রামী ভূমিকা পালন করে গেছেন। রাজনৈতিক জীবনে বারবার তিনি নির্য‍াতিত হয়েছেন।

স্বপন কুমারের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।