ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার দেখা না পেয়ে ফিরে গেলেন নীরু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, জানুয়ারি ২৮, ২০১৫
খালেদার দেখা না পেয়ে ফিরে গেলেন নীরু

ঢাকা: বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক ছাত্রদল নেতা সানাউল  হক নীরু ২৪ বছর পর ফিরে এসেও দেখা পেলেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার।

বুধবার (২৮ জানুয়ারি)‍ বিকেলে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা না করতে পেরে ‍ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ আক্ষেপের কথা জানান তিনি।



নীরু সাংবাদিকদের জানান, তিনি আবার দলে ফিরতে চান। দলের ক্রান্তিকালে আবার কাজ করতে চান।

প্রায় এক ঘণ্টা বিএনপি চেয়াপার্সনের কার্যালয়ের ভেতরে অবস্থান করেও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি বলে জানান তিনি।

তিনি জানান, ম্যাডামের সাথে দেখা হয়নি। তবে অফিসে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, নেত্রীর শারীরিক অবস্থা ভালো আছে।

সানাউল হক নীরু বলেন, ২৪ বছর ধরে আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো। তবে ১৯৯০ সালে ডাকসুর নির্বাচনের সময় ভুল বোঝাবুঝি হয়।

তখন থেকেই দল থেকে একটু দূরে ছিলেন বলে জানান নীরু।

তিনি জানান, বিএনপির চলমান আন্দোলনে রাজপথে থাকতে চান তিনি।

ডাকসুর ছাত্রনেতা সানাউল হক নিরু ৯০-এ স্বৈরাচারীবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।