ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়াকে ব্যবসায়ীদের স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জানুয়ারি ২৮, ২০১৫
খালেদা জিয়াকে ব্যবসায়ীদের স্মারকলিপি ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় থেকে: অবরোধ-হরতালসহ অর্থনীতির জন্য ক্ষতিকর কর্মসূচি না দিতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্মারকলিপি দিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএসহ ব্যবসায়ীদের ৪৪টি সংগঠন।
 
বুধবার দুপুরে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্ট এসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এসে এ স্মারকলিপি দিয়ে যান।


 
খালেদা জিয়ার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
 
গুলশান কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ২২ দিনের টানা অবরোধ ও দফায় দফায় হরতালে বাংলাদেশের পোশাক শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ক্ষতি যতটা না অর্থনৈতিক তার চেয়ে বেশি ইমেজের।
 
তিনি বলেন, আমরা বড় দুই রাজনৈতিক দলকেই বলেছি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পোশাক শিল্প। এ শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি লোক কাজ করে।
 
তাই রাজনৈতিক দলগুলো এমন কোনো কর্মসূচি যেন না দেয়, যাতে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত  পোশাক শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।
 
কী ধরনের কর্মসূচির পরামর্শ দিয়েছেন-এমন প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী নেতা বলেন, কর্মসূচির ধরন রাজনীতিবিদরাই ঠিক করবেন। তারাই ভালো জানেন কোন ধরনের কর্মসূচি দিলে অর্থনীতির ক্ষতি হবে না।
 
সংলাপের ব্যাপারে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ সব বিষয়ে কোনো কথা হয়নি। আমাদের লিখিত বক্তব্য পৌঁছে দিয়েছি। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস সেটি গ্রহণ করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।