ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

বৃহস্পতিবার মাদারীপুরে হরতাল ডেকেছে যুবদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, জানুয়ারি ২৮, ২০১৫
বৃহস্পতিবার মাদারীপুরে হরতাল ডেকেছে যুবদল

মাদারীপুর: খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মাদারীপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।



এতে বলা হয়, দেশ ও জাতি আজ একটি সংকটময় সময় পার করছে। দেশের সর্বস্থরে আইনের শাসন অনুপস্থিত। বিরোধীদল ও মতের দমনের নামে চলছে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড, গুম, গ্রেফতার, হয়রানি নির্যাতন।

মাদারীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, আমার দেশ পত্রিকা। মিছিল, মিটিং, সভা, সমাবেশসহ আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কায়েম করা হয়েছে একদলীয় শাসন।

তাই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলন, জনগণের ভোটের অধিকার রক্ষার আন্দোলন এবং দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মাদারীপুর জেলা যুবদল সকাল-সন্ধ্যা হরতারের ডাক দিয়েছে।

এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ বলেন, প্রশাসনের যত বাধা বিপত্তিই আসুক না কেন বৃহস্পতিবার মাদারীপুরে হরতাল পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।