ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে বোমা হামলার মামলায় গ্রেফতার আরো ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, জানুয়ারি ২৭, ২০১৫
ঠাকুরগাঁওয়ে বোমা হামলার মামলায় গ্রেফতার আরো ৩ ছবি: প্রতীকী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ২৯ মাইল এলাকায় পিকআপভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ নিয়ে এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হলো।

এদিকে,  গ্রেফতারকৃত ১১ জনের মধ্যে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-ঠাকুরগাঁওয়ের বেগুন বাড়ি গ্রামের বেলাল, হাসান ও অন্যজনের নাম জানা যায়নি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তাদের কাছে থেকে এখনো কোনো তথ্য জানা যায়নি।

এছাড়া নাশকতার ঘটাতে পারে এমন অভিযোগে বিএনপি সমর্থিত আরো এক কর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।