ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জানুয়ারি ২৭, ২০১৫
বগুড়ায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ছবি: প্রতীকী

বগুড়া: ‘অবরুদ্ধ’ থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বগুড়ায় বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে ফের ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে স্থানীয় ২০দলীয় জোট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহ্বায়ক সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানজার আগে এ ঘোষণা দেন তিনি।  

এ সময় সাইফুল ইসলাম বলেন, বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে। ‘অবরুদ্ধ’ থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করায় এ হরতাল ডাকা হয়।  

এর আগে খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ২০ দলীয় জোটের নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৫ জানুয়ারি সকাল ৬টা থেকে ২৭ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করে স্থানীয় ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।