ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি সম্মান দিতে-নিতে জানে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, জানুয়ারি ২৬, ২০১৫
বিএনপি সম্মান দিতে-নিতে জানে না মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বিএনপি সম্মান দিতে বা নিতে কোনোটাই জানে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।



মায়া বলেন, বিএনপি হচ্ছে ‘বেয়াদবদের’ সংগঠন। তারা কাউকে সম্মান দিতেও জানে না, নিতেও জানে না। তাই তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

নির্বাচনে অংশ নিতে চাইলে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, বিএনপির হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করায় জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।