ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

‘প্রধানমন্ত্রী আসবেন জানতেন না খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, জানুয়ারি ২৫, ২০১৫
‘প্রধানমন্ত্রী আসবেন জানতেন না খালেদা’ ব্যারিস্টার মওদুদ আহমদ / ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে: সমবেদনা জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানতেন না বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মওদুদ এ দাবি করেন।



তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সমবেদনা জানাতে আসছেন এটা ছেলের মৃত্যুতে শোকাহত খালেদা জিয়া জানতেন না। তিনি গতকাল (শনিবার) অজ্ঞানের মতো ছিলেন। আমরাও কেউ তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য দাবি করেন, দলের জ্যেষ্ঠ নেতাদের মতামত ছাড়াই কার্যালয় আগে থেকে তালাবদ্ধ ছিল। তালাবদ্ধ থাকার ব্যাপারটি জ্যেষ্ঠ নেতারা জানতেন না।

এছাড়া, প্রধানমন্ত্রীর সঙ্গে যে সৌজন্যবোধ দেখানো হয়নি, তা সঠিক ছিল না বলেও স্বীকার করেন মওদুদ আহমদ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** ‘জানাজার সময় জানাজা, কর্মসূচির সময় কর্মসূচি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।