ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৪ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, জানুয়ারি ২৫, ২০১৫
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৪ কর্মী আটক

মেহেরপুর: মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৪ কর্মী- সমর্থককে আটক করেছে।

শনিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় এদের আটক করে।



আটকরা হলেন, মেহেরপুর সদর থানার রাজনগর গ্রামের হেকমত আলীর ছেলে জামায়াত কর্মী বাবর আলী (৪৮), কুলবাড়িয়া গ্রামের মুনছুর আলীর ছেলে জামায়াত কর্মী জাহাঙ্গীর হোসেন (৩৫), কুলা গ্রামের মুছা শেখের ছেলে বিএনপি কর্মী রাহেল শেখ (২৪) ও গাংনী উপজেলার চৌগাছা সিনেমা হল পাড়া এলাকার নাজির উদ্দীন ছেলে মতিযার রহমান (৪৯)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, আটকদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।