ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাম নেত্রী ইমির ক্রসফায়ারে সমর্থন লজ্জাজনক: হামিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, সেপ্টেম্বর ৬, ২০২৫
বাম নেত্রী ইমির ক্রসফায়ারে সমর্থন লজ্জাজনক: হামিম ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির একটি ফেসবুক স্ট্যাটাসের কড়া সমালোচনা করেছেন ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

ইমি ওই স্ট্যাটাসে ক্রসফায়ারে সমর্থন জানিয়েছেন উল্লেখ করে এটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হামিম।

একইসঙ্গে জানিয়েছেন তীব্র নিন্দা।  

শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে তিনি লিখেছেন, আজকে লাশ কবর থেকে তুলে পোড়ানোর মত যে ন্যক্কারজনক ও ঘৃণিত মব সন্ত্রাস হয়েছে তা খুবই লজ্জাজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী হাসিনাপ্রেমী বামনেত্রী ইমি আপার ক্রসফায়ার সাপোর্ট করা এবং ইন্টেরিম গভর্মেন্টের সদস্যদের মব সন্ত্রাসের ভিকটিম হওয়া উচিত বলে করা মন্তব্যও লজ্জাজনক।

৫ আগস্টের পরে বর্তমান বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার কোনে সুযোগ নেই। আমরা আগেও দেখেছি কীভাবে হাজারো মানুষকে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশে সংঘটিত হয়েছে।  আমরা দেখেছি, কীভাবে শাহবাগ স্কয়ার গঠন করে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করে এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে লেজিটিমেসি দেওয়া হয়েছে।  

প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী ইমি আপা আগেও বিভিন্ন টকশোতে মুজিববাদী প্রেম দেখিয়ে সফট লীগারদের পুনর্বাসনে চেয়েছেন এবং তাদের মুক্তি দাবি করেছেন। একই ধারায় আজকে সেই বিচার বহির্ভূত হত্যার অপরাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা অব্যাহত রাখছেন।

আমি ইমি আপাকে বলবো, আওয়ামীলীগ আর ফিরবে না। কোন ফর্মে (সেটা হউক ক্রসফায়ার কিংবা গুম) চালু হবে না। বরং প্রতিদিন-প্রতিক্ষণ স্বজন হারানো হাজারো পরিবারের চোখের পানিতে অভিশপ্ত হয়ে থাকবে এ দলটি।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।