ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, সেপ্টেম্বর ৩, ২০২৫
খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর

খুলনা: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে নগরীর ডাকবাংলাস্থ জাতীয় পার্টি অফিসটি ভাঙচুর করা হয়।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশ শেষে বিকেলে তারা বিক্ষোভ মিছিল বের করে।

স্থানীয়রা জানান, মিছিলটি ডাকবাংলা মোড়ে পৌঁছালে সেখানে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর জাতীয় পার্টির কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ডসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এসময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ভাংচুরের পর পার্টি অফিসের সকল মালামাল লুটপাট হয় দাবি করে জাপার মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রীল এমনকি সাইনবোর্ডে ব্যবহৃত লোহালক্করও লুটপাট করে নিয়ে যায়।

তবে এ ব্যাপারে কোন আইনী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই উল্লেখ করেজাপার এ নেতা বলেন, আমরাতো এই মুহূর্তে একটু নাজুক অবস্থায় আছি, দেখি কি করা যায়।

এদিকে, ঘটনার পর পরই সেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল সহকারে নগরীর ফেরিঘাট মোড়ে গিয়ে অবস্থান করেন। সেখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন, টায়ারে এবং জাপা চেয়ারম্যান জিএম কাদেরের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে কর্মসূচি শেষ করেন।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার,স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে খুলনা নগরীর ডাকবাংলা ফেরিঘাট মোড় থেকে গণঅধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সামনে বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির অফিস গুড়িয়ে দেয়। জাতীয় পার্টির অফিসের ভিতর দেশী অস্ত্র, রড, শাবল, চাপাতি, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। যা মিডিয়ার সামনে তাৎক্ষণিক উপস্থাপন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা জাপার চেয়ারম্যান জি এম কাদের ও স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকাদাহ করে এবং নুরুল হক নুরের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেলে গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টির অফিসটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে কেএমপির সদর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ শেষে মিছিল সহকারে গণঅধিকার পরিষদের মিছিল ডাকবাংলায় গিয়ে জাতীয় পার্টি অফিস ভাংচুরের চেষ্টা করে। তবে সেদিন পুলিশী বাঁধায় পিছু হটে গণঅধিকারের নেতাকর্মীরা। ওইদিনও তারা সন্ধ্যা পর্যন্ত ফেরিঘাট মোড়ে ব্লকেট কর্মসূচি ও টায়ারে আগুন জ্বালায়।

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।