ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পল্টন মোড় ছাড়ল গণঅধিকার পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, সেপ্টেম্বর ৩, ২০২৫
পল্টন মোড় ছাড়ল গণঅধিকার পরিষদ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে সরে গেছেন দলটির কর্মীরা।  

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে ৫টার দিকে তারা পল্টন মোড় অবরোধ শুরু করেন। অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে ফ্যাসিবাদবিরোধী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এমএমআই/এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।