ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে সরে গেছেন দলটির কর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তারা সড়ক ছেড়ে দেন।
এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে ফ্যাসিবাদবিরোধী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এমএমআই/এনডি/