ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জাতীয় পার্টি নিষিদ্ধ চায় ইসলামী আন্দোলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, সেপ্টেম্বর ২, ২০২৫
জাতীয় পার্টি নিষিদ্ধ চায় ইসলামী আন্দোলন

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ।

তিনি বলেন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একইসঙ্গে আমরা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ চাই।

আশরাফ আলী আকন্দ বলেন, গত ৫৩ বছরে জনমতের প্রতিফলন হয়নি। যেই লাউ সেই কদু করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন হবে না।

পিআর পদ্ধতির কথা উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ৩১টি দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে। বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি আছে। এটা সুষ্ঠুভাবে জনমতের প্রতিফলন ঘটায়। ৫৩ বছরের জঞ্জাল দূর করার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে পিআর পদ্ধতি হবে কি না, সেজন্য গণভোট হতে পারে।

দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, কোনো উন্নতি হয়নি দাবি করে অধ্যাপক আশরাফ বলেন, বৈঠকে এ নিয়েও কথা হয়েছে। সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

অধ্যাপক আশরাফ আরও বলেন, প্রধান উপদেষ্টা বিষয়টি নিজে নোট করেছেন। তিনি বলেছেন, একটি অপশক্তি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।