ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কিছু দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: সেলিমা রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, আগস্ট ৩১, ২০২৫
কিছু দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: সেলিমা রহমান বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

ঢাকা: কিছু দল নির্বাচনী বানচাল করার চেষ্টা করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (৩১ আগস্ট) রাজধানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণ সব বোঝে। বিএনপি জনগণের দল, আর জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না।

ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে সেলিমা রহমান বলেন, যেভাবে শহীদ জিয়ার যুদ্ধঘোষণা থেকে দেশ গড়ার নেতৃত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তারেক রহমানও ৩১ দফার মাধ্যমে নতুন সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ইনশাল্লাহ আমরা ধানের শীষকে আবারও সারা দেশে ছড়িয়ে দেব।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো ও সমাজ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিলেন। আর বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন।

সেলিমা রহমান বলেন, আজকের দিনটি শুধু বিএনপির জন্মদিন নয়, এটি আমাদের নেতাকর্মীদের জন্য দৃঢ় অঙ্গীকারের দিন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব।

তিনি বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে গুম-খুনের শিকার হয়েছেন, কেউ আহত হয়ে পড়ে আছেন। দীর্ঘ ১৬ বছরের এ দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরে লড়াই করে যাচ্ছেন। আর সেই ঐক্যবদ্ধ সংগ্রামের কারণেই স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই আমরা জনগণের প্রিয় দল বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসব এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব।

এসবিডব্লিউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।