ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রিটের প্রতিক্রিয়ায় ফরহাদ: অপপ্রচারের চেয়ে আইনি উদ্যোগ ভালো অ্যাপ্রোচ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, আগস্ট ৩১, ২০২৫
রিটের প্রতিক্রিয়ায় ফরহাদ: অপপ্রচারের চেয়ে আইনি উদ্যোগ ভালো অ্যাপ্রোচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদ। ছবি: সংগৃহীত

প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদ।  

রোববার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।

বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এ যাত্রায় আমরা থামবো না, ইনশাআল্লাহ।

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।