ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়: ডা. তাসনিম জারা

‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, আগস্ট ৩, ২০২৫
এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়: ডা. তাসনিম জারা সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিমসহ অন্যরা/ছবি: জি এম মুজিবুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, প্রত্যেকটা জায়গায় কিভাবে আপনারা চিকিৎসাসেবায় বৈষম্যের শিকার হচ্ছেন, দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

‎তাসনিম জারা বলেন, আমরা গতমাসে জুলাই পদযাত্রায় গিয়েছিলাম, সেখানে আপনারা আপনাদের স্বপ্নের ও সমস্যার কথা বলেছিলেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে অ্যাম্বুল্যান্সে জরুরি চিকিৎসা শুরু হয়ে যায়। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলবো যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালই লিপিবদ্ধ রাখবো। যাতে তা হারিয়ে না যায়। ফলে অপ্রয়োজনীয় টেস্ট এবং ভুল চিকিৎসার সম্ভাবনা কমবে।  

‎ডা. জারা বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্যখাত শক্তিশালী করে গড়ে তুলবো। যাতে ঘরের কাছে মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবো। অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগসহ অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করবো। চিকিৎসার অভাবে যাতে কারোর প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলবো।  

‎তিনি বলেন, আমাদের অর্থনীতি এমন হবে, কল্যাণমুখী অর্থনীতি হবে যাতে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধু কর্মসংস্থান নয়, এখানে একটা চাকরি নিশ্চিত হবে, মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে। শুধু বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান আমরা চাই, যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দেবে। আমরা এমনভাবে সাজাবো যাতে ন্যায্যভাবে আমাদের ধনী-গরিবের বৈষম্য দূর হয়।  

‎তিনি বলেন, আমরা এমন রাজনীতি করবো যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা জুলাই পদযাত্রায় প্রত্যেকটা জেলায় দেখেছি তরুণেরা কতটা উচ্ছাস ও উদ্দীপনা নিয়ে যোগ দিয়েছেন। তারা ভাবছেন দেশের কথা। তারা স্বপ্ন দেখছেন দেশটা পরিবর্তন করার, দেশটা পরিবর্তন করবে। কিন্তু তাদেরকে ছোট করা হচ্ছে। তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু তারা যেই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে জীবন দিয়েছে সেগুলো আমাদের লালন করতেই হবে। আমাদের তরুণ প্রজন্মকে আর আমাহত করা যাবে না। তাদের স্বপ্নকে আর ভঙ্গ করা যাবে না তাহলে আমরা সংকটের মধ্যে পড়বো। তরুণদের বাংলাদেশ গড়তেই হবে।  ‎আমরা এমন রাজনীতি করবো যাতে নারীরা রাজনীতিতে অংশ নিতে পারে। তারা রাজনীতি করতে পারবে, নির্বাচনে অংশ নিতে পারবে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।