ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সভা, বিকেলে সংবাদ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, মে ২৭, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সভা, বিকেলে সংবাদ সম্মেলন বিএনপির লোগো

ঢাকা: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

এ নিয়ে মঙ্গলবার (২৭ মে) বিকেল তিনটায় দলটির গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ মে) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় লন্ডন থেকে ভার্চু্যয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করা হয়। এছাড়াও, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও বৈঠকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন এবং প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও আলোচনা ও পর্যালোচনা হয় বলে জানা গেছে।

টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।