ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শফিউল প্রধান ছিলেন ভারতবিরোধী-দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া ব্যক্তি: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মে ২১, ২০২৫
শফিউল প্রধান ছিলেন ভারতবিরোধী-দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া ব্যক্তি: দুদু শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রয়াত নেতা শফিউল আলম প্রধানকে স্মরণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তিনি আমৃত্যু ভারতের আধিপত্যবিরোধী অবস্থানে ছিলেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন ভারতবিরোধী রাজনীতিক।

সময় ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হলেও, তিনি কখনোই গণবিরোধী বা দেশবিরোধী কোনো সিদ্ধান্তকে সমর্থন করেননি। দুর্নীতির প্রশ্নে তিনি ছিলেন সম্পূর্ণ আপসহীন।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু আরও বলেন, আমি কখনো শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুসারী ছিলাম না। আমাদের আদর্শ ছিল ভিন্ন মেরুর। কিন্তু তার সাহস, সত্যবাদিতা এবং নিজ বিশ্বাসে অটল থাকার দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। তিনি ছিলেন চিন্তাশীল, স্বাধীনচেতা, এবং নিজের মতো করে রাজনীতিকে ব্যাখ্যা করার এক ব্যতিক্রমী মানুষ।

প্রয়াত এই নেতাকে বাংলার রাজনীতির ইতিহাসে এক ‘বিরল ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে দুদু বলেন, তিনি ছিলেন সেই অল্প ক’জনের একজন, যিনি ক্ষমতার রাজনীতি করেননি। রাজনীতিকে তিনি দেখতেন আদর্শ ও সততার লড়াই হিসেবে। তিনি সত্য প্রকাশে কখনো দ্বিধা করেননি—এটাই তার চারিত্রিক দৃঢ়তার পরিচয়।

ছাত্রদলের সাবেক এই সভাপতি আক্ষেপ করে বলেন, আজকাল ক্ষমতার লোভ ও সম্পদের মোহে পড়ে অনেকেই নিজেদের রাজনৈতিক আদর্শ বিসর্জন দেন। এই প্রবণতা কেবল রাজনীতিকেই নয়, আমাদের জাতীয় চরিত্রকেও কলুষিত করছে। শফিউল আলম প্রধান ছিলেন এই কলুষতার ঊর্ধ্বে, এক অনন্য ব্যতিক্রম। সমাজের চোখে যা ধরা পড়ত, তার বাইরেও তিনি নিজস্ব চিন্তাভাবনার অধিকারী ছিলেন।

দুদু প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। স্মরণসভায় আরও বক্তব্য দেন  ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কর্নেল (অব.) হাসিবুর রহমান, শফিউল আলম প্রধানের বড় ভাই কবির প্রধান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।

ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।