ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ব্যারিকেড ভেঙে ইসিতে ঢোকার চেষ্টা এনসিপির নেতাকর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, মে ২১, ২০২৫
ব্যারিকেড ভেঙে ইসিতে ঢোকার চেষ্টা এনসিপির নেতাকর্মীদের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ ও সমাবেশ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনের ঢোকার চেষ্টা করেন তারা।

বুধবার (২১ মে) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।   এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা নির্বাচন কমিশনের প্রধান গেটের সামনে চলে যান। গেট অতিক্রম করে ভবনে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের রুখে দেয়। পরে বিক্ষোভকারীরা প্রধান ফটকের সামনেই অবস্থান নিয়েছেন।

এ সময় এনসিপি নেতাকর্মীরা স্লোগান দেন ‘খুনি হাসিনার কমিশন চেক করতে হবে’, ‘আওয়ামী লীগের কমিশনের পদত্যাগ করতে হবে’, ‘এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার নির্বাচন’, ‘ক্ষমতা না জনতা’, ‘জনতা, জনতা’, ‘দিয়েছি তো রক্ত’, ‘আরও দিব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’,।

এর আগে সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন দলটির নেতাকর্মীরা।

এনসিপির এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনা সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায়।

এনসিপির ঢাকা মহানগর আয়োজিত এ সমাবেশে কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাই।

শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেবো না।  

পল্লবী থানা শাখার রেহানা আক্তার রুমা বলেন, আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এ ইসির পরিবর্তন চাচ্ছি।

এমএমআই/এসএএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।