ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা আজ রোববার (১৮ মে) টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনের অংশ হিসেবে তারা সোমবার নগর ভবনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ব্লকেড কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছেন।
ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা কাল বেলা ১১টা থেকে নগর ভবনের কার্যক্রম বন্ধ রাখব। বিকেল ৩টা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে।
আজ রোববার সকাল ৯টা থেকে ইশরাক সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে তারা গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবন ঘুরে ফের নগর ভবনে এসে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দেন।
আন্দোলনের কারণে নগর ভবনে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার বিভাগের একজন উপদেষ্টার হস্তক্ষেপের কারণেই ইশরাক হোসেন এখনো শপথ নিতে পারছেন না। আদালতের রায় থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আদালত অবমাননা করেছে।
২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন।
পরে ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে গেজেট প্রকাশে বিলম্ব করে। অবশেষে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তবে তাকে এখনো দায়িত্ব বুঝিয়েদ এওয়া হয়নি।
ডিএইচবি/আরএইচ