ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বসছে বিএনপি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বসছে বিএনপি 

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ রোববার (২০ এপ্রিল) আবারও বৈঠকে বসছে বিএনপি।   

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান ছাড়াও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটি আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
টিএ/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ