ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আ. লীগ নেতাদের বাসায় হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আ. লীগ নেতাদের বাসায় হামলা

সিলেট: সিলেটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাসায় কয়েক দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে একের পর এক হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে নগরে ধোপাদিঘীর পাড়ে ঝটিকা মিছিল করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি সংবলিত ব্যানার নিয়ে মিছিলে ২০/২৫ জন অংশ নেন। এই মিছিলের ভিডিও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় মিছিলকারীদের সাতজন আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সিলেট নগরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

এ দিন বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এরপর সন্ধ্যায় নগরের হাউজিং এস্টেট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। একই সময়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়ও হামলা চালানো হয়েছে।

রাতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের কানিসাইলের বাসায় ভাঙচুর করা হয়।

এর আগে মিছিলকারীরা টিলাগড় গোপালটিলায় সাবেক এমপি অ্যাডভোকেট রণজিত সরকারের বাসভবনে, মেজরটিলায় সিসিকের অপসারিত কাউন্সিলর রুহেল আহমেদের বাসায় ভাঙচুর চালানো হয়।

শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে। কারা ভাঙচুর করেছে জানি না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, নগরের কানিশাইলে কারো বাসায় হামলা হয়েছে কি না জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি। এ ছাড়া ঝটিকা মিছিলের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।