ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক পরিবর্তনের জন্য মেধাবী ছাত্রদের এগিয়ে আসতে হবে: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
রাজনৈতিক পরিবর্তনের জন্য মেধাবী ছাত্রদের এগিয়ে আসতে হবে: নুর

পটুয়াখালী: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী দেশ পরিচালনায় রাজনৈতিক পরিবর্তনের জন্য মেধাসম্পন্ন ছাত্রদের এগিয়ে আসতে হবে। শুধু তাই নয়, তাদের অগ্রাধিকার ভিত্তিতে রাজনৈতিক মাঠে সুযোগ করে দিতে হবে।

শনিবার (২৯ মার্চ) বিকেল ৫টায় পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণ-অধিকার পরিষদের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুর বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে। এখন আর কাঁঠাল দিয়ে বার্গার বা মিষ্টি কুমড়া দিয়ে রমজান মাসে বেগুনি খেতে হয় না।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. আবু নাঈম, পটুয়াখালী জেলার যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিমসহ অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহত বীরদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।  

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, বিভিন্ন ইউনিয়ন থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।