ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, অক্টোবর ২৪, ২০২৪
ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ফ্যাসিবাদী দল থেকে বিভিন্ন দলে গিয়ে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আপনাদের চেহারা মার্ক করাই আছে।

যেখানেই যান, আপনাদের অন্যায়ের বিচার এ নারায়ণগঞ্জের মাটিতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জের আদালতপাড়ায় আইনজীবীদের আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে। আপনারা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে অবিলম্বে তাদের বিচার নিশ্চিত করুন।

তিনি বলেন, ১৬ বছর যাই করেছেন এখন জনগণের পক্ষে থাকুন। নয়ত আপনাদেরও বিচারের আওতায় আনা হবে। আমরা ফ্যাসিবাদীদের নারায়ণগঞ্জের মাটিতে স্থান দেব না।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ