ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দীন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৬, জুন ১৫, ২০২৩
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দীন আর নেই শেখ রিয়াজ উদ্দীন

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১৪ জুন) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা শেখ রিয়াজ উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী।

তাৎক্ষণিক এক শোক বার্তায় সাঈদ মেহেদী বলেন, শেখ রিয়াজ উদ্দীন আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দল ও দেশের জন্য কাজ করেছেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।  

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।