ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

চাঁদপুর পৌর আ.লীগের সভাপতি রাধা, সম্পাদক বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, ডিসেম্বর ৫, ২০২২
চাঁদপুর পৌর আ.লীগের সভাপতি রাধা, সম্পাদক বাবুল রাধা গোবিন্দ গোপ (বামে) ও আমিনুর রহমান বাবুল

চাঁদপুর: চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাধা গোবিন্দ গোপ সভাপতি ও আমিনুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে চাঁদপুর সার্কিট হাউজে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এর আগে বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

উল্লেখ্য, রাধা গোবিন্দ গোপ ও আমিনুর রহমান বাবুল এর আগে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটি ঘোষণার পর তারা উভয়ে ভারমুক্ত হলেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।