ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতা ইশরাকের গাড়িতে হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, ডিসেম্বর ৪, ২০২২
বিএনপি নেতা ইশরাকের গাড়িতে হামলা বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িতে হামলা

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের প্রচারণা চালানোর সময় তার ওপর এ হামলা হয়।

রোববার (০৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন।

বাংলানিউজকে তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশ বাস্তবায়ন উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন ইশরাক হোসেন। প্রচারণা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মীদের বিদায় জানাচ্ছিলেন তিনি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে তার গাড়ি ভাঙচুর করে। হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।