ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, ডিসেম্বর ৩, ২০২২
বিএনপি কার্যালয়ের  সামনে ককটেল বিস্ফোরণ 

ঢাকা: রাজধানীর পল্টন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত সংবাদ পায়নি পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) ৭টার দিকে এই তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন  মিয়া। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনাটি ঘটে।

তিনি জানান, প্রতিদিনের মতো আজও বিএনপি অফিসের সামনে তাদের লোকজন এসেছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।  

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।