ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

কবিতা

দু’টি কবিতা | ইকবাল পারভেজ

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, নভেম্বর ২২, ২০১৭
দু’টি কবিতা | ইকবাল পারভেজ দু’টি কবিতা | ইকবাল পারভেজ

পাখির ডানায়

পাখির ডানায় উড়ে চলে রোদ

উড়ে চলে ছায়া ভালবাসা, ঘর সংসার

অজানা প্রেম, শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত।

পাখির ডানায় উড়ে চলে মেঘ

উড়ে চলে সৃষ্টি, ফুল, ফল, ফসল

অজানা আনন্দ, হাসি, গান নৃত্য।

পাখির ডানায় উড়ে চলে স্বপ্ন

উড়ে চলে কবিতা, প্রেমিক, প্রেমিকা, চিঠি

অজানা অনুরাগ, দৃষ্টি সৃষ্টি প্রণয়

পাখির ডানায় উড়ে চলে দেশ

উড়ে চলে মাঠ, সবুজ, প্রজাপতি, ফড়িং

অজানা সব ইতিহাস মানুষ কথা সময়।

পাখির ডানায় উড়ে চলে রোদ

উড়ে চলে খরা তৃষ্ণা, হাহাকার, বেদনা

অজানা সব কষ্ট, জীবন, মরণ, বিচ্ছেদ।

কবিতা অপরিহার্য হয়ে ওঠে

কবিতা অপরিহার্য হয়ে ওঠে

যখন আকাশের মন দুঃখ ভারাক্রান্ত থাকে

মেঘ ঝমে, সূর্য ঢাকা পড়ে

বাতাস ভারী হয়, মায়ের কথা মনে পড়ে

শীত আসে হেমন্ত আসে।

কবিতা অপরিহার্য হয়ে ওঠে

যখন উৎসবে ট্রাক চলে

রক্তের হোলি চলে

কবিতা অপরিহার্য হয়ে ওঠে

বসন্ত এলে, কোকিল এলে।

বৃষ্টি হলে, বর্ষা এলে

কবিতা অপরিহার্য হয়ে ওঠে

যখন যুদ্ধের দামামা বাঁজে, ভাষণ বাঁজে

ত্রিশ লক্ষ ঘোড়া রেসে টগবগ করে

সবাই যুদ্ধে যায়, শহীদ হয়।

কবিতা অপরিহার্য হয়ে ওঠে

যখন প্রিয় আমার

অন্যের হাত ধরে প্রেমে পালায়

ঈশ্বর হাততালি দেয়

বাচ্চারা হাত তালি দেয়।

কবিতা অপরিহার্য হয়ে ওঠে

যখন পিতার রক্ত মস্তিষ্ক কাঁপিয়ে তোলে

শিরা-উপশিরায় কবিতা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ